বন্ধ হয়ে যাবে ফেইসবুক ফেক আইডি |
এই অভিযান চলবে আগামি ৬ মাস।
ফেইক নিধনে রিয়েল আইডি গুলো ও
পার্মানেন্ট ডিজেবল্ড/ডিলিট করে দিবে।
যাদের আইডিতে নিজের ফটো,
নাম্বার, ইমেইল অ্যাড নেই।
ইতি মধ্যে অনেকের লগিন করলে
আইডি লক দেখাচ্ছে।
অনেকের আইডিই লক হয়ে যাচ্ছে আবার অনেকেরি ডিজেবল হয়ে যাচ্ছে!কিন্তু ডিজেবল হওয়া আইডিগুলা ঠিক করতে সময় লাগে আবার নাও ঠিক হতে পারে।
ফেসবুক টিম রিয়েল ফেইক যাচাই করছে। এতে করে রিয়েল আইডিগুলাও সমস্যায় পড়ছে। অনেকেই জানেন না ব্যাপার টা। আপনার আইডি সেইফ রাখার জন্য কিছু স্টেপ পূরণ করুন যদি না থেকে থাকে।
১. রিয়েল নাম দিন
২. ফোন নম্বর যোগ করুন
৩. নিজের ৫-৬ টা পিক আপলোড করুন (সমস্যা হলে অনলি মি করে রাখুন)
৪. কারেন্ট সিটি, হোমটাউন ঠিক রাখুন
৫ এবাউটে কিছু না থাকলে পূর্ণ করে নিন
৬. এপ্রোভাল অন রাখলে ভালো
৭. রিয়েল বার্থডে দিন (এতে ডিজেবল হলে আইডি কার্ড বা ডকুমেন্ট দিয়ে সাবমিট দিলে ব্যাক আসতে সহজ হবে)
৮. ইমেইল না থাকলে যোগ করে নিন
আশা করি স্টেপগুলা পূর্ণ করলে ডিজেবল / লক থেকে বাঁচতে পারবেন।
শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে সচেতন করে দিনFakeD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন