Communications

Stay Contactc With US On

শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

ইউটিউবে এবার টিভি




ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব বুধবার থেকে নতুন প্রজন্মের টিভি দর্শকদের কথা মাথায় রেখে চালু করেছে ‘ইউটিউব টিভি’ সেবা। আপাতত এই সেবা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রানসিসকো এবং অন্য দুটি শহর থেকে ব্যবহার করা যাবে। তবে এই সেবা পেতে হলে একজন গ্রাহককে মাসে ৩৫ ডলার করে খরচ করতে হবে। বিনিময়ে তিনি ৫০টির বেশি চ্যানেল দেখতে পাবেন।

ইউটিউব টিভির ঘোষণা দেওয়া হয়েছিল গত ফেব্রুয়ারিতে। প্রাথমিকভাবে এবিসি, সিবিসি, ফক্স, এনবিসি, ইএসপিএনসহ বেশ কয়েকটি চ্যানেল দেখা যাবে বলে জানানো হয়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া এই সেবার মূল আকর্ষণ থাকছে বিবিসি আমেরিকা এবং আইএফসি চ্যানেলসহ এএমসি নেটওয়ার্কস।
গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, সেবাটি ৩০ দিনের জন্য বিনা মূল্যে পরখ করে দেখার সুবিধা থাকছে। এ ছাড়া স্মার্টফোন থেকেও ইউটিউব টিভি ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে কিছু সুবিধা শিথিল করা হয়েছে।
নতুন প্রজন্মের দর্শকদের জন্য ইউটিউব টিভি সেবাটি চমকপ্রদ হবে। তাই বলে এতে প্রচলিত টিভি প্রয়োজনীয়তা কমে যাবে বলে মনে করছেন না অনেকেই। কারণ মাসে ৩৫ ডলারের বিনিময়ে সেবাটি গ্রহণ করতে গিয়ে প্রায় ৫০ ডলার মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যয় করতে হবে, যা অনেকের কাছেই বেশ ব্যয়বহুল মনে হতে পারে।
মারিফুল হাসান, সূত্র: রিকোড
 Collect From: Prothom-alo

এখন ইউটিউবে অর্থ আয় করতে হলে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে...........

ইউটিউবে চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করার মাধ্যমে অর্থ আয় করা যায়। এত দিন ইউটিউবে ভিডিও আপলোড করে খুব সহজে অর্থ আয় করার সুযোগ থাকলেও এবারে যথেষ্ট কঠোর হচ্ছে গুগল কর্তৃপক্ষ। ইউটিউব গুগলের ভিডিও সেবা।


                     ইউটিউব চ্যানেলগুলোর জন্য বিশেষ পর্যবেক্ষণ প্রক্রিয়া চালু করেছে গুগল
এত দিন ইউটিউবে চ্যানেল খুলে এক ভিডিওর নামে অন্য ভিডিও দিয়ে দর্শকদের ধোঁকা দেওয়ার প্রবণতা ছিল। ‘ভিউ’ বাড়ানোর চেষ্টা হিসেবে অনেক চ্যানেলেই আপত্তিকর কনটেন্ট দেখা গেছে। অনেক সময় ভিডিওর থাম্বনেইলে এক আকর্ষণীয় বিষয়, কিন্তু ভেতরে থাকে বিরক্তিকর ভিডিও। এতে যেমন দর্শক ওই ভিডিওতে বিরক্ত হন, তেমনি বিরক্ত হন বিজ্ঞাপনদাতারাগতকাল বৃহস্পতিবার থেকে গুগল কর্তৃপক্ষ ইউটিউব চ্যানেলগুলোর জন্য বিশেষ পর্যবেক্ষণ প্রক্রিয়া চালু করেছে। এ ছাড়া যেসব চ্যানেলে ১০ হাজারের কম ভিউ রয়েছে, সেগুলোতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিয়েছে। গুগল কর্তৃপক্ষ বলছে, আপত্তিকর ও পাইরেটেড ভিডিও প্রদর্শন করে অর্থ আয়ের সুবিধা বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছে তারা।এর কারণ হচ্ছে আপত্তিকর কনটেন্ট বা ভিডিওর জন্য গুগলের ইউটিউবে বিজ্ঞাপন বয়কট করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ব্র্যান্ড। বিষয়টি নিয়ে গুগল বেশ অস্বস্তিতে রয়েছে। ব্র্যান্ডগুলো মনে করছে, ইউটিউবের আপত্তিকর ভিডিওতে তাদের বিজ্ঞাপন দেখানো হলে মানুষ ওই ভিডিওর সঙ্গে তাদের ব্র্যান্ডের তুলনা করবে।বিজ্ঞাপন দেখানোর নতুন সিদ্ধান্ত সম্পর্কে পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিয়েল বারডিন বলেন, ‘নতুন মান নির্ধারণ করার ফলে কোনো চ্যানেলের বৈধতা দেওয়ার বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য থাকবে। কমিউনিটি গাইডলাইন বা বিজ্ঞাপন নীতিমালা মানা হচ্ছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।বারডিন বলেছেন, যাঁরা অর্থ আয় করার লক্ষ্যে নতুন করে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, (নিউ ক্রিয়েটরস) তাঁদের জন্য পর্যালোচনা প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।যখন কোনো চ্যানেলের ভিউ বা ভিডিও দর্শক ১০ হাজার ছাড়িয়ে যাবে, তখন ওই চ্যানেলের ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা হবে। যদি ওই ভিডিও ইউটিউবের কোনো নীতিমালা ভঙ্গ করে, তখন আর বিজ্ঞাপন পাবে না। এই প্রক্রিয়ার ফলে এখন থেকে শুধু প্রকৃত ও নিয়মনীতি অনুসরণকারী ভিডিও নির্মাতারাই আয়ের সুযোগ পাবেন।গুগলের এখন বিজ্ঞাপনদাতাদের খুশি করা ও ভিডিও নির্মাতাদের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি নতুন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সিস্টেম তৈরি করেছে, যার মাধ্যমে ইউটিউব ভিডিও নীতিমালা মানতে বাধ্য করা হবে। এতে বিজ্ঞাপনদাতাদের চোখে আপত্তিকর ভিডিওগুলোকে বাছাই করতে সুবিধা হবে। এতে বিজ্ঞাপনদাতাদের পছন্দ প্রতিফলিত হবে।এ ছাড়া বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত চ্যানেলে পোস্ট না হয়, তা খেয়াল করতে থার্ড পার্টির সঙ্গে কাজ করবে গুগল। ইউটিউব ভিডিওতে যাতে চরমপন্থী বিষয়বস্তুর সঙ্গে বিজ্ঞাপন না দেখায়, সে ভয়ে বিজ্ঞাপনদাতারা পিছু হটছে। তাই বিজ্ঞাপনদাতাদের হাতে অধিকতর নিয়ন্ত্রণ দিচ্ছে গুগল।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টাইমস নিউজপেপার অব লন্ডন ইউটিউব থেকে বিজ্ঞাপন সরিয়ে নিলে প্রথম ধাক্কা খায় গুগল। পরে এটিঅ্যান্ডটি, ভেরিজনের মতো প্রতিষ্ঠান বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। এরপর থেকে বিজ্ঞাপন নীতিমালার ক্ষেত্রে কঠোর হয়েছে গুগল। এখন তাই ইউটিউব চ্যানেল খুলে অর্থ আয় করতে গেলে প্রকৃত কনটেন্ট সরবরাহ করে দর্শক টানতে হবে। তা না হলে চ্যানেলের জন্য অর্থ দেবে না গুগল। তথ্যসূত্র: এএফপি।

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

Sonny Vegus Pro 13 Download with Crack file.

Sony Vegas Pro offers support for everything a professional video editor requires. You can import media from multiple devices (including HD video), use more than 300 filters and special effects, and use specific tools to work with text layers and subtitles. The app also lets you easily optimize the image quality of your content with various tools.

Key features:
  • Great for producing professional audio and sound.
  • Stacks of audio and video effects and filters.
  • Support for lots of formats, including HD.
  • Thoroughly documented.
  • Covers all professional needs..


The app has a huge number of sound effects to choose from, support for VST plug-ins and Sony Vegas Pro gives you a very high degree of control over sound settings overall.
Although Sony Vegas Pro has initially been designed for professionals like web developers or 3D artists, the app also comes with a suite of interactive help provided by a large community. Overall Sony Vegas Pro is a good tool for creating 3D home videos in high definition. If you want to use it after the trial period ends, then you need to purchase a license.


(Tips:Click Free Download and Please Wait 5 seconds and Click Continue)

সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

How To Install Audacity Win 2.0.2 Video Tutorial কিভাবে Audacity সেটআপ ..

আপনরা যারা ভয়েষ রেকর্ড করেন। অনেক সময় সেই ভয়েস অনেক পরিমান নয়েজ থাকে। যার ফলে অডিওটি শুণতে অতটা ভাল লাগে না। কিন্তু আপনারা Audacity সফট্ওয়্যারের সাহায্যে খুব সহজেই সেই ভোকাল-Vocal থেকে Noise Remove করতে পারবেন। এছাড়াও Song থেকে Vocal রিমুভ করতেও এই Software প্রয়োজন হবে।



                                                         Free Download



 

Sample Text

 
Blogger Templates